Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ার্টার ফাইনালে বুটেক্স ও ফারইস্ট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৭:৪৭ পিএম

সোনালী অতীত ক্লাবের আয়োজনে এবং ইউনাইটেড গ্রুপ, শাহজালাল ব্যাংক ও হামিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল ((বুটেক্স) ও ফারইস্ট বিশ্ববিদ্যালয়। শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ষোলোর দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে আকাশ দাসের হ্যাটট্রিকে বুটেক্স ৬-০ গোলে সাউথ এশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। বিজয়ী দলের আকাশ তিনটি, কাওসার আহমেদ দু’টি ও মাহিবুর রহমান একটি করে গোল করেন। একই মাঠে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফারইস্ট ১-০ গোলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক আহসান উল্লাহ রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ার্টার ফাইনালে বুটেক্স ও ফারইস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ