Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় এরশাদের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৩ এএম

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে দরকারি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।

সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে এরশাদ বলেন, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক। তিনি বলেন, তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ