বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলার কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ দেশীয় অস্র সহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে একাধিক দেশীয় অস্র উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল কাশেম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কালিয়াকৈর থানাধীন সাহবাজপুর গোসাত্রা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ সময় আটককৃত ডাকাতদের নিকট হতে ২টি লোহার ধারালো ছোড়া ৩টি লোহার দা ও ১টি ডেগার উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাতদল বিভিন্ন জায়গায় দীঘ দিন ধরে ডাকাতি করে আসছিল। তাদের স্বীকারোক্তির মোতাবেক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।