Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রুতি সিলেটের বর্ণমালার মিছিল বৃহস্পতিবার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৭ পিএম

বাঙালি জাতির সমগ্র ইতিহাসে রক্তাক্ষরে লিখিত দিনগুলির মধ্যে একুশে ফেব্রুয়ারি অন্যতম। এই দিনে সবার পথ এসে মিলেছে অভিন্ন গন্তব্যে। সবাই নগ্ন পায়ে একই সুরে ধ্বণিত করেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।
মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় শ্রুতি-সিলেট আয়োজন করেছে বর্ণমালার মিছিল।
বর্ণমালার মিছিলটি শ্রুতির পুরানলেনস্থ কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। অনুষ্ঠান মালায় থাকবে ভাষার গান,একুশের কবিতা পাঠ। এতে প্রগতিশীল সকল সাহিত্য, সাংস্কৃতিক, নাট্য সংগঠনের উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ২০০৯ সাল থেকে শ্রুতি সিলেটের আয়োজনে নগ্নপায়ে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ