Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিবাদ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ ক্যাডারদের হাতে ৪ জন সাংবাদিক আহত হন। আহতরা হলেন ইউসুফ আলী, মিঠু দাস জয়, অসমিত অভি ও কাউসার আহমদ।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
ঘটনার প্রতিবাদে ক্লাব কার্যালয়ে জরুরি সভা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
গত সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভায় নেতৃবৃন্দ এ হামলার সাথে জড়িত ছাত্রলীগ ক্যাডারদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
অন্যথায় এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক আল আজাদ, মোহাম্মদ মহসিন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মিসবাহ উদ্দীন আহমদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ