প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রæয়ারি উপলক্ষে শহীদদের সম্মান জানাতে এ বছর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কয়্যার-এর আয়োজন করে গ্রামীণফোন। চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন-এর বিভিন্ন ভাষাভাষী ছাত্রীরা তাদের সম্মিলিত কণ্ঠে সুর ঠিক রেখে গানটি পরিবেশন করবেন। কয়্যারে সঙ্গীত নির্দেশনায় থাকবেন বাংলাদেশের কয়্যার গানে বিশেষ পারদর্শী আরমিন মুসা। আরমিন মুসা জানান, ‘একুশের গানের সাথে কয়্যার পরিবেশনার সাথে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। আর গর্বিত এই পরিবেশনের অংশ হতে পেরে।’ আয়োজনটির বিশেষ আকর্ষণে প্রথমবারের মতো রয়েছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’ গানটির সুরকার আলতাফ মাহমুদ-এর কন্যা শাওন মাহমুদ। এই আয়োজনে তার উপস্থিতি পুরো পরিবেশনাকে করে তুলবে আরও বেশি সম্মানের। তিনি বলেন, ‘আমার উপস্থিতিতে বাবাকে উৎসর্গ করে ‘একুশের গান’ এর আগে কখনই হয়নি। জীবনে প্রথম অভিজ্ঞতা হয়েছে। মাতৃভাষার গান মাতৃতুল্যদের কণ্ঠে দেশের গÐি পেড়িয়ে বিশ্বময় ছড়িয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে সম্মান জানাই। আর আমি মনে করি, এখানে আমার মাধ্যমে বাবাকে সম্মান জানানো হয়েছে।’ এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন-এর ছাত্রীরা এবং আয়োজকগণসহ সারাদিনব্যাপী গানটি রেকর্ড ও চিত্রায়ন করা হবে। এই ইউনিভার্সিটিতে ১৬টি দেশের বিভিন্ন ভাষার ছাত্রীরা লেখাপড়া করছেন। তাদের সম্মিলিত কণ্ঠে ও ভাষায় একুশের গান একটি ভিন্ন মাত্রা পাবে বলে জানিয়েছেন গ্রামীণফোনের পৃষ্ঠপোষকগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।