Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে আগুনে পুড়লো তিন বসতঘর, নিঃস্ব হলো পরিবার

চৌদ্দগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩২ এএম | আপডেট : ১০:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি বসতঘর। গত শুক্রবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের সাবেক মেম্বার আমানত হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ঐ বাড়ির বাসিন্দা মানিকের দুইটি টিনশেড বসতঘর ও সাবেক মেম্বার আমানত হোসেনের ভাড়া দেয়া ঘর রক্ষা করা সম্ভব হয় নি। আগুনে পুড়ে ছাই হয়েছে চিনটি ঘরই।

ভুক্তভোগী মানিকের মা ছেমনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরও বলেন, আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি। এ সময় সরকারের সহযোগিতা চেয়েছেন ছেমনা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা প্রশাসন থেকে তাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। জেলা প্রশাসন থেকেও সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ