Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুকেশ-পুত্রের বিয়ে, কার্ড দেখেই চমকে যাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৩১ পিএম

আর কয়েকদিন পরেই মুকেশ ও নীতা আম্বানীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ৯ মার্চ শ্লোক মেহতাকে বিয়ে করতে চলেছেন মুকেশ আম্বানীর বড় ছেলে আকাশ। ইতিমধ্যেই সেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে সেই বিয়ের প্রথম নিমন্ত্রণও সেরে ফেলেছেন আম্বানীরা।

আকাশ-শ্লোকের বিয়ের সেই নিমন্ত্রণ পত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সুদৃশ্য বাক্সের মধ্যে বিভিন্ন স্তরে সাজানো রয়েছে নিমন্ত্রণ পত্রটি। শ্রীকৃষ্ণ ও গণেশের ছবি-সহ ফুলে মোড়া সেই বাক্সের সৌন্দর্যে মোহিত হয়েছে নেট দুনিয়া।

নিমন্ত্রণ বাক্স খুলতেই বেজে ওঠে সুন্দর সুর। তারপর আসে নীতা ও মুকেশ আম্বানীর পক্ষ থেকে নববধূকে সাদরে গ্রহণ করার বার্তা। এই নিমন্ত্রণ পত্রই বুঝিয়ে দিচ্ছে, আরও একটি রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে গোটা দেশ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুকেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ