Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী। ফোর্বসের বার্ষিক তালিকায় শীর্ষ একশো ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। তার ছোট ভাই অনিল আম্বানি আছেন ৩২ নম্বরে। মুকেশের সম্পদের পরিমাণ ২২.৭ বিলিয়ন ডলার। ছোট ভাই অনিল ২০১৫ সালে বেশকিছু সম্পদ খুঁইয়ে ৩২ নম্বরে নেমে এসেছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ৩.৪ বিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সান ফার্মার দিলিপ সাংভি। তার সম্পদের পরিমাণ ১৬.৯ বিলিয়ন ডলার। হিন্দুজা পরিবার আছে তৃতীয় স্থানে। তাদের সম্পদের পরিমাণ ১৫.২ বিলিয়ন ডলার। পনের বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে আছেন উইপরো’র আজিম প্রেমজী। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ