Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মাসব্যাপী শিল্প-সংস্কৃতি ও বস্ত্র মেলার উদ্বোধন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:২০ পিএম

পাবনায় মাসব্যাপী শিল্প-সংস্কৃতি, বাউল, কুঠির শিল্প ও বস্ত্র মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে পাবনা মেডিকেল কলেজ মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে মেলা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন, ন্যাপ জেলা কমিটির সভাপতি রেজাউল করিম মনি, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আলহাজ¦ মোস্তাফিজুর রহমান সুইট, ওয়ার্কার্স পার্টির নেতা সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, রুবেল হোসেন, হিরক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্বোধনী দিনে মেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। তাঁরা বলেন, দেশের বস্ত্র, কুটির শিল্প ও শিল্প-সংষ্কৃতির প্রতি আরো আগ্রহ সৃষ্টি করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ