Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবর ভাবির মাদক নেটওয়ার্কে হানা

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪৯ পিএম

ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় এলাকার একটি বাসা থেকে শুক্রবার দুপুরে ভুয়া সাংবাদিকসহ দুই জনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের সামসুল মোল্লার ছেলে রুবেল মিয়া (২৪) এবং একই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কৈতরি বেগম (৩৮)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের মডার্ণ মোড় এলাকার জনৈক মিনা পারভীনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ওই বাড়ির একটি কক্ষ থেকে রুবেল মিয়া ও কৈতরী বেগমকে আটক করা হয়। এ সময় ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল। তিনি আরো জানান, রুবেল মিয়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দিয়ে এই বাড়িতে ভাড়া থাকতো। রুবেল ও কৈতরি বেগম দীর্ঘ দিন জেলার মহেশপুরসহ বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করতো। তারা সম্পর্কে দেবর-ভাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ