Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন

আইসিডিডিআর,বি গবেষণা প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

আইসিডিডিআর,বি এবং যুক্তরাজ্যের দ্য ওয়াটারলু ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিরাপদ পানি, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা জানার জন্য একটি নতুন গবেষণা পরিচালনা করছে। এই গবেষণার মূল উদ্দেশ্য দু’টি তৈরি পোশাক কারখানার নিরাপদ পানি, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনার (এমএইচএম) প্রচলিত সুযোগ সুবিধা এবং অনুশীলনের উন্নয়নের মাধ্যমে তথ্যভিত্তিক কৌশল প্রণয়ন এবং অন্যান্য কারখানায় তা প্রয়োগের পথ তৈরি করা।
গতকাল বৃহষ্পতিবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি, স্যানিটেশন সংশ্লিষ্ট প্রচলিত ভুল অভ্যাসগুলো পরিবর্তন বিষয়ে ঢাকার মিরপুরে অবস্থিত আহমেদ ফ্যাশনস-এর কর্মীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশে প্রায় চার হাজার পাঁচশত পোশাক কারখানায় ৪২ লাখ নারী শ্রমিক কাজ করে। কিন্তু কর্মক্ষেত্রে তারা কী ধরণের পানি, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনার সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং সেসব ব্যবহারের ক্ষেত্রে তাদের প্রচলিত অভ্যাসগুলো কতটুকু স্বাস্থ্য উপযোগী সে স¤পর্কে খুব কম জানা যায়।
গত বছরের মার্চে শুরু হওয়া এই গবেষণার শুরুতে কারখানা দু’টিতে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার পর নিরাপদ পানি, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা-সম্পর্কিত অবকাঠামো, যেমন টয়লেট চেম্বার, হাত ধোয়ার স্থান, পানি সরবরাহের স্থান এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হয়েছে। একটি স্থানীয় সহযোগী সংগঠন এসএমসি এন্টারপ্রাইজ নারী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে গবেষণার কাজে সহায়তা করেছে।
প্রশিক্ষণ অধিবেশনে, নিযুক্ত কর্মীদের নিরাপদ পানি, পয়:ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন স¤পর্কে আচরণগত পরিবর্তন আনয়নে বিভিন্ন পদ্ধতি ও কৌশলের ওপর জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আইসিডিডিআর,বি’র সহকারী বিজ্ঞানী গবেষণাটির প্রধান গবেষক মাহবুব-উল আলম বলেন, লাখ লাখ নারী যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে চলেছেন তাঁদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত পরিষ্কার-পরিছন্নতার বিষয়ে আমরা খুব অল্পই জানি। এক্ষেত্রে আমরা এ-অবস্থার বাস্তব চিত্র জানতে চাই এবং নারী-বান্ধব স্বাস্থ্য উপযোগী ব্যবস্থা উন্নয়নের উপায় বের করতে চাই। ভবিষ্যতে আমরা আরো নতুন নতুন তৈরি পোশাক কারখানায় এই গবেষণার কাজকে সম্প্রসারিত করার বিষয়ে আশাবাদী।
গবেষণার জন্য এসএমসি এন্টারপ্রাইজ বিনামূল্যে তিন হাজার প্যাকেট (পনের হাজার পিস) স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেছে। এসএমসি এন্টারপ্রাইজের মিজানুর রহমান বলেন, নারী শ্রমিকদের স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা উন্নয়নে নারী-বান্ধব কর্মক্ষেত্র তৈরিতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণটি পরিচালনা করেন আইসিডিডিআর,বি’র রিসার্চ ফেলো ডা. আয়েশা আফরিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ