মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ছয় সদস্য বাংলাদেশের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে তারা বাংলাদেশের গণতন্ত্র ‘নেতিবাচক’ পথে হাঁটছে বলে মন্তব্য করেন। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে প্রতিক্রিয়া জানাতে চাইছে, তা-ও জানতে চেয়েছে ঐ কমিটি। চিঠিতে স্বাক্ষর করেছেন কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঙ্গেলসহ ছয় সদস্য।
পররাষ্ট্রবিষয়ক কমিটি সূত্র জানায়, বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে ব্যাপক অনিয়মের খবরে দেশটির গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। তারা বলেন, বাংলাদেশের একটি শক্তিশালী ও গর্ব করার মতো গণতান্ত্রিক ঐতিহ্য আছে। তাই নির্বাচনি প্রচারণার সময় সহিংসতা, গণগ্রেপ্তার ও বাক-স্বাধীনতার উপর হামলার খবরে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা।
চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে গণতন্ত্রের নেতিবাচক গতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে অভিযোগ আছে।’ নির্বাচনের ফলাফল তুলে ধরে চিঠিতে আরো বলা হয়েছে, ‘সরকার দ্বারা নিয়োগকৃত নির্বাচন কমিশন সংসদ নির্বাচনকে বৈধ ঘোষণা করলেও আমরা (মার্কিন কংগ্রেস) বিশ্বাস করি অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে তারা ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের ব্যালটভর্তি বাক্সের সন্ধান পাওয়া এবং নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা দিতে সমস্যা তৈরির বিষয়টিও উল্লেখ করে বলেছেন, ‘ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা মার্কিন স্বার্থেই জরুরী; এবং বাংলাদেশে নির্বাচনে অনিয়মের যে অভিযোগ আসছে, তা ঐসব স্বার্থের জন্য বিরাট হুমকি।’
এদিকে, এই চিঠি প্রকাশের কয়েক ঘণ্টা পর সিনেটে এক শুনানিতে অংশ নেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন। তিনি বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় শাসন চালু করতে চাইছেন বলে আশঙ্কা বেড়েছে। সূত্র: বিবিসি, ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।