Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, আটক ৪০

প্রায় সোয়া ৩ লাখ টাকা উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩৮ পিএম

নগরীর কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড এলাকায় প্রকাশ্য চলতো জুয়া। আর তাতে সর্বোস্ব হারিয়ে অনেকে নিস্ব হয়ে বাড়ি ফিরতেন। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে সেই জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে চালানো সেই অভিযানে ৪০ জন জুয়ারীকে আটক করা হয়। এসময় ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যায় আরো ৫০ জুয়ারী। তবে অভিযানে জুয়ার আসরের তত্ত্বাবধায়কদের আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরীর বাসষ্ট্যান্ড এলাকাছাড়াও কালীর বাজার, বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে একটি সিন্ডিকেট রমরমা জুয়ার আসর চালিয়ে আসছে।প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে এসব জুয়ার আসর পরিচালনা করতো সেই সিন্ডিকেটটি। নগরবাসীর দাবির মুখে অবশেষে চিহ্নিত জুয়ার আসরে অভিযান পরিচালনা করলো পুলিশ।
অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর এ আলম জানান, সাড়াশী অভিযানে আটককৃত জুয়ারীদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছে । তবে আনুমানিক ৪০ জন আটক করা হযেছে । তাদের থানায় পাঠানো হবে । এবং আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ