Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিতাভ বচ্চনকে হুমকি দিলেন শাহরুখ খান!

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:১৭ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। তাও আবার প্রকাশ্যেই ঘটেছে এমন ঘটনা। ইতোমধ্যেই খবরটা ছড়িয়ে পড়েছে বিনোদন বিশ্বে । আর এই নিয়ে আপাতত বি-টাউনে যত আলোচনা।
তবে অমিতাভ বচ্চনও কিন্তু কম জানেন না। সঙ্গে সঙ্গে শাহরুখকে পাল্টা জবাবও দিয়ে দিয়েছেন। কি বিশ্বাস হচ্ছে না তো? হাঁ, এমনটাই ঘটেছে। সম্প্রতি বলিউড বাদশা তার টুইটারে বিগ বিকে নিয়ে একটি টুইট করেছেন। প্রকাশ্যে শাহরুখ লিখেছেন, ‘ম্যায় আপসে বদলা লেনে আ রহা হুঁ, বচ্চন সাব, তৈরি থাকুন।’
এদিকে শাহরুখের এ হুমকি গাঁয়ে না লাগিয়ে, বিপরীতে শাহরুখকে উদ্দেশ্য করে বিগ বি তার টুইটারে লিখেছেন, ‘আরে ভাই বদলা নেওয়ার সময় তো পার হয়ে গিয়েছে। এখন তো সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে।’
ব্যাপারটা ঠিক কী ঘটছে বোঝা গেল না তো? এবার আসুন খুলে বলা যাক আসল ঘটনা। আজুর এন্টারটেইনমেন্ট ও শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছেন ‘বদলা’। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও তাপসী পন্ন। তাপসীকে হাতিয়ার বানিয়ে বিগ বিকে এমন হুমকি দিয়েছেন বাদশা। সুজয় ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়েই তাদের পাল্টাপাল্টি নাটকীয় টুইট বার্তায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার পালা ‘বদলা’র প্রচারে নতুন এ কৌশল বক্স অফিসে কতোটা ঝড় তুলতে সক্ষম হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ