Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

“জলপিপি” ও “স্পাই নিয়ে আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতাতে ল্যাপটপ পুরস্কার

আই সি টি ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১:২৭ পিএম

রহস্য উপন্যাসিক অরুণ কুমার বিশ্বাসের দুটি বই “জলপিপি” ও “স্পাই” নিয়ে আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আয়োজিত এ প্রতিযোগিতাতে ১৮৭টি বই রিভিউ হতে সেরা ২০জনকে বাছাই করে পুরস্কৃত করা হয়। বিজয়ী ১ম ৩জনকে স্মার্ট টেকনোলজির সৌজন্যে ৩টি ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়। বাকিদেরকে বইবাজার.কমের সৌজন্যে বিভিন্ন লেখকদের জনপ্রিয় কিছু বই পুরস্কার দেওয়া হয়। তাছাড়া উপস্থিত সকলের জন্য সৌজন্য পুরস্কার হিসেবে ছিলো একটি করে বই ও টি-শার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহসান হাবীব ও লেখক অরুণ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাবা রাশেদা রওনক খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের সভাপতি কবি আরিয়াণ অপূর্ব বলেন, এই অনলাইন মিডিয়ার যুগে মানুষ কাগজের বই থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই সংস্কৃতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমস্ত বাংলাদেশের তরুণদের মুক্তির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কাজ করে যাচ্ছে।

লেখক অরুণ কুমার বিশ্বাস তার দুই বই জলপিপি ও স্পাই নিয়ে কিছু স্মৃতি সবার সাথে শেয়ার করেন।

বিশেষ অতিথি জনাব আহসান হাবীব তার বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরনের আরো কার্যক্রমের জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আনিসুল হক বলেন, “আমরা সবাই একেকটা মোমবাতির মতন। আর বই হচ্ছে একেকটা আগুণের শিখা। আমরা এই আগুণ থেকে নিজেদের জ্বালাব যখন, তখন আমাদের সাহায্যে আরো অনেক মোমবাতি জ্বলবে। এভাবে সারা বাংলাদেশ একদিন আলোকিত হয়ে পড়বে। আর বাংলাদেশকে আলোকিত করার এই গুরুদায়িত্ব দেশের তরুণ প্রজন্মের উপরেই বর্তায়”।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাবা রাশেদা রওনক খান। সভাপতি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনাগুলো নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “নারী চরিত্রের দৃঢ়তাকে তুলে ধরতে হবে লেখকদের, সেই দৃঢ়তাকে সম্মান করতে হবে। তবেই সামাজিক দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাবে”।

অনুষ্ঠানের প্রধান সহযোগী হিসেবে ছিল স্মার্ট। এছাড়াও বিশেষ সহযোগিতায় ছিল বইবাজার .কম ও অয়ন প্রকাশন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও ফুর্তি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমাদের সময়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ