বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছিয়াত্তরবিঘা এলাকায় চোরাচালানীদের সঙ্গে বিজিবির গোলাগুলির পর সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দীন প্রেসব্রিফিং এ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল আগে থেকেই অবস্থায় নেয় ছিয়াত্তরবিঘা এলাকায়। রাত পৌনে ১টার দিকে সন্দেহজনক একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করলে সেখানে থাকা চোরাচালানীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে প্রাইভেট কারে আগুন লেগে গেলে চোরাচালানীরা পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে ৩টি পিস্তল, দুটি ওয়ান শুটার গান ও ৮১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, চোরাচালানীদের ২ থেকে ৩ রাউÐ গুলির জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।