মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ এড়াতে বাজেট পাশে সমঝোতায় পৌঁছেছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতারা। সোমবারের সমঝোতা অনুসারে ট্রাম্পের মেক্সিকো দেয়াল তৈরিতে তহবিল দেওয়া হবে। তবে তার আকার কেমন হবে, তা জানানো হয়নি। আইনপ্রণেতারা জানিয়েছেন, ওয়াশিংটনে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সমঝোতায় পৌঁছান তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প সোমবার জানান, তিনি এখনো নিশ্চিত নন, আইনপ্রণেতাদের এই সমঝোতা তিনি সমর্থন করবেন কি না। তবে তিনি বলেন, ‘যেকোনোভাবেই হোক দেয়াল আমরা তৈরি করবোই।’ খবরে বলা হয়, কিন্তু চুক্তিটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকৃত পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছেন মধ্যস্থতার এক সহযোগী। আলোচনায় রিপাবলিকান পক্ষের নেতৃত্ব দেওয়া সিনেটর রিচার্ড শেলবি গণমাধ্যমকে বলেছেন, “নীতিগতভাবে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।” কিন্তু এ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্প কোনো অর্থ পাচ্ছেন কি না তা জানাননি তিনি। চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি এবং সমঝোতাটি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পাবে কি না তাও পরিষ্কার নয় বলে জানিয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।