Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার সন্তানে কর মাফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ, ভারতের মতো দেশে জনসংখ্যা সমস্যা হিসেবে দেখা হয়। জনসংখ্যা কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে সরকার। কিন্তু, ইউরোপের অন্য দেশগুলোর মতো জনসংখ্যা কমে যাওয়া নিয়ে ব্যাপক চিন্তিত হাঙ্গেরির সরকার। প্রতিবছর দেশটির ৩২ হাজার করে জনসংখ্যা কমছে। দেশটির জন্মহার অন্য যেকোনো ইউরোপীয় দেশের জন্মহারের তুলনায় অনেক কম।
এবার জনসংখ্যা বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে হাঙ্গেরির সরকার। চার বা তার বেশি সন্তান থাকলেই ওই নারীরা পাবেন করমুক্ত সুবিধা। রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, অভিবাসীদের ওপর হাঙ্গেরির ভবিষ্যৎ যেন নির্ভর না করে, এটা এর একটি উপায়। ডানপন্থী সরকার বরাবরই মুসলিম অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। এ কারণে বেশী বেশী সন্তান নিতে জনগণকে উদ্বুদ্ধ করছে সরকার। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ