Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় অস্ত্র-গুলি হেরোইনসহ আটক ২

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজার থেকে গতকাল সোমবার বিকেলে অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ । আটককৃতরা হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে।
এ সময় পোতাপাড়া মোড়ের ব্রীজের উপর একজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে।

এসময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা। পরে শ্যামলাগাছি মামা-ভাগ্ন অটোরাইস মিলের সামনে থেকে ২শ’ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ