মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জম্মু-কাশ্মীরে কথিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার রাজ্যের কুলগাঁম জেলার কেল্লাম দেভসার এলাকায় তারা এনকাউন্টারে ৫ মুক্তিকামিকে হত্যা করেছে।
রাজ্য পুলিশের আইজি (কাশ্মীর) এসপি পানি বলেছেন, ‘বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রবল গুলির লড়াইয়ে কথিত ৫ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য ক্ষতিগ্রস্ত হননি।’ দেহগুলি উদ্ধার করা হয়েছে। মৃত সন্ত্রাসবাদীদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, এনকাউন্টারের ঘটনার পরে ওই এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় নিরাপত্তা বাহিনীকে। জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। পাথরের আঘাতে ৪ জন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। এলাকায় অভিযান চলছে। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।