Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় ভাল্লুকের হামলা, জরুরি অবস্থা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫২ পিএম

রাশিয়ার প্রত্যন্ত নোভায়া যেমালয়া দ্বীপ রাজ্যের মানব বসতিতে গেল কয়েকদিনে অসংখ্য সংখ্যক শ্বেত ভাল্লুকের হানার খবর পাওয়া গেছে। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই ভাল্লুকের হানার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এলাকাটিতে আগে থেকে বেশ কয়েক হাজার লোকের বসবাস। তবে গত কয়েক দিন যাবত অসংখ্য ভাল্লুক সেখানকার অনেক মানুষের বসত বাড়িতে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে। তাছাড়া এই ভাল্লুকগুলো আবাসিক এবং সরকারি স্থাপনাতেও প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে দ্বীপের এক কর্মকর্তা বলছেন, ‘ওই এলাকার মুল বসতি বেলুশা গুবায় অন্তত ৫২টি ভাল্লুক দেখা গেছে। তাদের মধ্যে ছয় থেকে দশটি সবসময়েই এলাকাটিতে ঘুরে বেড়াচ্ছে।’
অপরদিকে প্রশাসনিক এক কর্মকর্তারা বলেন, ‘পুলিশ যেসব পেট্রোল বা সিগন্যাল ব্যবহার করে এসব ভাল্লুক তাড়িয়ে থাকে, তা থেকে এখন পুরোপুরি ভীতি কেটে গেছে এসব প্রাণীর। ফলে এগুলো সামলাতে আরো কঠোর ব্যবস্থা নেয়া দরকার।’তিনি আরও বলছিলেন, ভাল্লুকগুলোকে তাড়ানোর অন্য সব পন্থা যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের সামনে একটি পদ্ধতিই খোলা থাকবে। তা হচ্ছে, এগুলোর মধ্য থেকে বড় একটি অংশকে মেরে ফেলা। আর এভাবেই তাদের তাড়ানো সম্ভব হবে।’
উল্লেখ্য, রাশিয়ায় এসব ভাল্লুকগুলো ইতোমধ্যে বিলুপ্ত প্রাণীদের তালিকায় রয়েছে। তাই তাদের হত্যা কিংবা আঘাত করার ক্ষেত্রে প্রশাসন থেকে অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ