Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত

আশুলিয়া (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ পিএম

সাভারে আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় আলী আশরাফ (৬৮) নামে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আশরাফ বরিশাল জেলার মুলাদী থানার বালিবন্ধন গ্রামের মৃত জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে নবীনগরের কুরগাঁও এলাকায় পরিবার নিয়ে তিনি বসবাস করছিলেন।

নিহতের ছেলে মো. খোকন মিয়া জানান, সকালে বাবা মিরপুর মেয়ের বাসা থেকে নবীনগরের কুরগাঁও তাদের বাড়িতে ফিরছিলেন। এসময় নবীনগর বাসস্ট্যান্ডে নামলে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা নিহতের লাশ বাসায় নিয়ে যান।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক জামিনুর রহমান জানান, সকালে নবীনগর বাসস্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার পর বাসচালক ও হেলপার পালাতক রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ