নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি দায়িত্বে আসার পর যেন সু-বাতাস বইতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গনে। অ্যাডহক কালচার দূরে ঠেলে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নির্বাচনের আভাস মিলছে। এরই মধ্যে হয়ে গেল টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচন। এবার পালা হকির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সুত্রে জানা গেছে, অ্যাডহক কমিটি বিলুপ্ত করে খুব শিঘ্রই অনুষ্ঠিত হবে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচন। পর্যায়ক্রমে নির্বাচিত কমিটি আসবে অন্যান্য ফেডারেশনেও। তবে বাহফের আসন্ন নির্বাচনে কাউন্সিলর মনোনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য না হয়েও ‘মনির হোসেন’ নামের একজন কাউন্সিলের নাম পাঠানো হয়েছে বাহফে’তে। যা এনএসসি’র নির্বাচন আইন বহির্ভূত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি বলেন, ‘নির্বাহী কমিটির সদস্য না হলেও বাহফে নির্বাচনের জন্য কাউন্সিলর হিসেবে মনির হোসেনের নাম পাঠানো হয়েছে-এ তথ্য সঠিক।’
দীর্ঘ প্রতিক্ষিত হকির নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কাউন্সিলর সংগ্রহ শুরু করেছেন বাহফের কর্মকর্তারা। নির্বাচন আয়োজনের জন্য কাউন্সিলদের নামের তালিকা এনএসসিতে জমা দেয়ার শেষ দিন ছিল ৭ ফেব্রæয়ারি। কিন্তু এই দিনক্ষণ শেষ পর্যন্ত ঠিক থাকেনি। সময় বেড়ে ১০ ফেব্রæয়ারি কাউন্সিলর তালিকা জমা দেয়ার শেষ দিন নির্ধারণ হয়েছে। এনএসসির আইন অনুযায়ী, যে কোন জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে কাউন্সিলর হতে হলে ক্লাব বা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হতে হবে। কিন্তু এ নিয়ম না মেনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ইতোমধ্যে মনির হোসেনের নাম বাহফে’তে পাঠিয়েছে কাউন্সিলর হিসেবে। অথচ যিনি কিনা জেলা ক্রীড়া সংস্থার সদস্যই নন। এটা এনএসসির আইনের সঙ্গে সাংঘর্ষিক।
এমন অভিযোগের প্রেক্ষিতে বাহফে’র সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন,‘নির্বাচন আয়োজনের জন্য কাউন্সিলদের নামের তালিকা এনএসসিতে জমা দেয়ার শেষ দিন ছিল ৭ ফেব্রæয়ারি। যদিও সময় বাড়ানো হয়েছে। কাউন্সিলররা এখনো নাম পাঠাচ্ছেন। তাই পুরোটা দেখা হয়নি। আগামীকাল (আজ) ফেডারেশনে গিয়ে দেখবো ঘটনা সত্যি কিনা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।