Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে গাড়ি উল্টে নিহত ৩ সেনা সদস্য

বিভিন্ন স্থানে আরো ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত নয়জন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তোতার বাজারে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে আরো ৪জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে গোপালগঞ্জে ২, ঝালকাঠি ও পটুয়াখালিতে একজন করে। আহত হয়েছেন ৭জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আমাদের ব্যুরো প্রধান ও সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে বিকেলে সেনা সদস্যদের নিয়ে একটি জিপ গাড়ি তোতার বাজার হয়ে স্বর্ণদ্বীপ সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে তোতার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশও স্থানীয়রা আহতদের উদ্বার করে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনজন মারা যান। সেনাবাহিনীর একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলো, ২১-ইঞ্জিনিয়ারিং কোর সিলেট সেনানিবাসের সদস্য ফয়েজ উদ্দিন, মামুন খন্দকার ও ফিরোজুল ইসলাম। ঘটনায় ৯জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছে আহতদের উদ্বার করে। পরে আহতদের হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে প্রেরণ করা হয়েছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বউ শাশুড়ি নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম গুচ্ছ গ্রামের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিতরা হলেন কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া মোল্লাবাড়ি গ্রামের নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০) ও মানসুরা বেগমের শাশুড়ী মুর্শিদা বেগম (৫৫)।
কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক জানিয়েছেন, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে ভুতুরিয়া গ্রামরে বাড়ি থেকে বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটর সাইকেল দেবগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। মারাত্মক আহত নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। নাঈম বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বলে জানান তিনি।
ঝালকাঠি : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আহম্মদ খান (৫০)। গতকাল শুক্রবার দুপুরে শহরের বিকনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হন আরও তিন জন। নিহত আলী আহম্মদ ছিলেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
পুলিশ জানায়, সরকারি কলেজ মোড় থেকে অটোরিকশায় করে আলী আহম্মদ খান মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ভ্যানগাড়ির সাথে ধাক্কা খেয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আলী আহম্মদ। অটোরিকশার চালক সবুজ মীর ও দুই যাত্রী আহত হন। সবুজকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন জানান, আলী আহম্মদ খানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালীতে অটোরিকশা উল্টে সাত্তার হাওলাদার (৭৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শহরের কোস্টগার্ড সিজি বেইস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাত্তার মির্জাগঞ্জ ঘটকান্দা আকন বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।


নিহতের স্বজন উজ্জ্বল সিকদার জানান, মির্জাগঞ্জ থেকে পটুয়াখালীর পাঙ্গাসিয়া এলাকায় মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন সাত্তার। পথে অটোরিকশার সামনে হঠাৎ একটি শিশু এসে পড়লে শিশুটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে নিহত হন সাত্তার।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ