বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় এক কৃষকলীগ নেতাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খাইরুল চর শিবরামপুর এলাকার মৃত- ছাবের আলীর পুত্র এবং তিনি ওয়ার্ড কৃষকলীগের নেতা ছিলেন। গত বৃহস্পতিবার বিকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, খাইরুল ভবন নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ করতেন। এলাকায় মাদক প্রতিরোধে তিনি তিনি সোচ্চার ছিলেন। তাঁর ছোট ভাই হেমায়েতপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান ‘এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে। ‘তারা দীর্ঘদিন ধরে আমার ভাইকে হত্যার চেষ্টা করছিল। আমরা সব সময় দলবদ্ধ থাকতাম। বিকেলের দিকে এলাকার একটি জলাশয়ে খাইরুল একাকী মাছ ধরতে গেলে তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ভাইকে যারা হত্যার করতে পারে তাদের নাম পুলিশকে আগেই লিখিতভাবে জানানো হয়েছিল। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, একটি উন্মুক্ত জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে চর শিবরামপুর গ্রামের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে খাইরুলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা । গুরুতর আহত খাইরুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।