Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরির নামে প্রতারণা পাঁচ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতরা হলোÑ আতাউর রহমান সুমন (৩৮), রোকন হোসেন (২৭), মনোয়ারা বেগম (৪১), রুবেল (১৯), শাহেদ (২৬)। এ সময় তাদের কাছ থেকে কয়েক হাজার সিভি, ভুয়া রেজিস্টার, মানি রিসিপ্ট, প্রতারক চক্রের ভুয়া এসএমএস এর কন্টেন্টসহ মোবাইল, বিপুল পরিমাণ চেকবই, ইন্স্যুরেন্সের ভুয়া ফাইল ফর্ম জব্দ করা হয়। গত বুধবার রাজধানীর পল্লবী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে তারা টাকা হাতিয়ে নিয়ে আসছে।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, প্রতারক চক্রটি ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট ইন্স্যুরেন্স, এন আর বি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম ব্যবহার করে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিতো। পরে ইন্টারভিউর জন্য প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫২০ টাকা রেজিস্ট্রেশন ফি ও পরবর্তীতে ১০ হাজার টাকা দিলে চাকুরির কনফার্মেশন লেটার ও এপয়েন্টমেন্ট লেটার প্রদান করতো। এভাবে ভুয়া কাগজপত্র দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে প্রতারিত এক তরুণের মামলার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ