Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ারীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর ওয়ারীতে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে আল্লাম হোসেন (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার টিকাটুলী থেকে তাকে গ্রেফতার করা হয়। আল্লাম উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ওয়ারীর গোলাপবাগের একটি কোচিং সেন্টারে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আল্লামের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের জেরে গত ২৫ জানুয়ারি ওই তরুণীকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আল্লাম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধর্ষণের একদিন পর মেয়েটিকে আবার কল করে তাদের মেলামেশার ছবি ও ভিডিও ধারণ করার কথা জানায় আল্লাম। এছাড়া এসব ভিডিও ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয। এভাবে ভয় দেখিয়ে বø্যাকমেইল করে ২৬ জানুয়ারি ওই তরুণীকে আবারও ধর্ষণ করে সে। সর্বশেষ গত রোববার ওই তরুণীকে বাসায় যেতে বাধ্য করে আল্লাম। একপর্যায়ে মেয়েটি তার অভিভাবকদের বিষয়টি জানালে তারা থানায় মামলা করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে টিকাটুলির বাসা থেকে আল্লামকে গ্রেফতার করা হয়। এছাড়া ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ