Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৭ এএম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। কক্সবাজারে শিক্ষার বিস্তার আরো প্রসারিত করতে একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

একটি মেধাবী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। সরকার বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বিমামুল্যে পাঠ্যবই পৌঁছে দিচ্ছেন। যার কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় গুনগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন শেখ হাসিনার সরকার। তাই কোন ভাবেই শিক্ষাখাতের কোন অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অনিয়ম ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।

তিনি বুধবার রাত ৮টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী অডিটরিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কর্তৃক দেওয়া সংবর্ধনা ও প্রতিনিধি সভায় এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীর্গে উপদেষ্ঠা কামাল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রণজিত দাশ, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাইছারুল হক জুয়েল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তামিম। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম এ মনজুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা উপমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ