Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশে জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে পুলিশের জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল বুধবার একাদশ সংসদের প্রথম অধিবেশনে নেত্রকোনা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কামাল বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে জনবল বৃদ্ধির বিষয়টি পরিকল্পনায় রয়েছে। ইতোমধ্যে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে আগামী পাঁচ বছরে পুলিশের জনবল পর্যায়ক্রমে আরো ৫০ হাজার বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে বর্তমান সরকারের প্রথম মেয়াদে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পুলিশের বিভিন্ন পদবির মোট ৩৩ হাজার ১০২টি পদ সৃজন করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত হণ করা হয়। ৫০ হাজার পদের মধ্যে পুলিশের বিদ্যমান বিভিন্ন ইউনিটের কাঠামো সংস্কারসহ বিভিন্ন পদবির মোট ৪৮ হাজার ২৯৯টি পদ সৃজন সম্পন্ন হয়েছে। বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজস্ব বাজেটের অর্থায়নে সারাদেশে ৩৩টি নতুন থানা ভবন নির্মাণ ও ৬০টি থানা ভবনের ঊর্ধ্বমুখী স¤প্রসারণ করা হচ্ছে। এডিপির অর্থায়নে বাস্তবায়নাধীন পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫৯টি থানার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৪২টি থানার নির্মাণ কাজ চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ