Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্য-সুন্দর ও ইনসাফের মর্মবাণী ধারণ করে ইসলাম

চট্টগ্রামে সেমিনারে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

শাহসুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর ৮২তম খোশরোজ উপলক্ষে ইসলামী ক্যালিগ্রাফি কর্মশালা এবং শিক্ষার প্রসার ও শান্তির সমাজ বিনির্মাণে সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর অবদান শীর্ষক সেমিনার গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাÐারীয়া ও মইনীয়া আইনজীবী পরিষদের যৌথ উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দরবারের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল-হাসানী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, সত্য-সুন্দর-সাম্য ও ইনসাফের মর্মবাণীই ধারণ করে ইসলাম। যা কিছু ভালো, সত্য ও সুন্দর তার পক্ষে সায় দেয় ইসলাম। আরবি অক্ষরকে সুন্দর লিপির মাধ্যমে উজ্জ্বলভাবে উপস্থাপনই হচ্ছে ইসলামী ক্যালিগ্রাফি। শিল্পীর তুলিতে ও আঁকায় ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। তিনি বলেন, যুব সমাজের অবক্ষয় ও অনৈতিকতার বিস্তার আমাদেরকে গভীরভাবে শঙ্কায় ফেলেছে। তাই, সুস্থ নৈতিকতাশ্রয়ী ইসলামী সংস্কৃতির বিকাশ ও প্রসার ঘটিয়ে যাবতীয় অপসংস্কৃতির রাশ টেনে ধরতে হবে।
সেমিনারে প্রথম পর্বে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশ্বখ্যাত ক্যালিগ্রাফার চীনা নাগরিক কোয়াং জিয়াং মি (হাজী নূর দ্বীন), মিসেস ফাতিমা ইয়াং চোসহ বিশিষ্ট ক্যালিগ্রাফারবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চাশেরও অধিক প্রশিক্ষণার্থী ছিলেন। দ্বিতীয় পর্বে সেমিনারে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকবাল রিসালপুরী। এতে আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী, অধ্যাপক আব্দুল ওয়াজেদ আল-কাদেরী, ছোবহানিয়া আলীয়ার অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ, অ্যাডভোকেট সৈয়দ কামাল, মুহাম্মদ ফখরুদ্দীন জাবেদ, অ্যাডভোকেট এসএম শহীদুল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ