Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩৮ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার আগেই পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় স্থানীয়ভাবে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা কমিটি সভায় তৈরি এই তালিকাগুলো পরে জেলা আওয়ামী লীগে কাছে পাঠানো হয়েছে। এসব তালিকায় একজন থেকে সাত জন প্রার্থীর নাম রয়েছে। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ তালিকা কেন্দ্রে পাঠাবেন। প্রার্থীদের তালিকা তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
সোমবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে চারজনের নামের তালিকা তৈরি করা হয়েছে।
প্রার্থীরা হলেন,পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ হিটলার, অমরখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু ও চাকলাহাট ইউপি চেয়ারম্যান আবু আহসান ফরহাদ।
অন্যদিকে গত ২ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। ওই সভায় পৃথকভাবে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল¬ব ও সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিক।
গত ২৯ জানুয়ারি বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বোদা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে দুইজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আলম টবি এবং সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ।
গত ১ ফেব্রুয়ারি আটোয়ারী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তৌহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
গত ২ ফেব্রুয়ারি দেবীগঞ্জ টি জেড বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাতজনের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎজ্জামান চৌধুরী জজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান হেলাল ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি। গত ৩ ফেব্রুয়ারি জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভায় তেতুলিয়া উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সাবেক মহিলা সাংসদ ফরিদা আখতার হীরা, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহামুদার রহমান ডাবলু, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দীকি।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের কাছে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের দুটি বর্ধিত সভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বর্ধিত সভাগুলো মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের নিয়ে করবেন। পরে তারা একত্রে সিদ্ধান্ত নিবেন। সে হিসেবেই আমরা প্রত্যেকটি উপজেলায় সভা করে তৃণমূলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি এবং জেলা সভাপতির পরামর্শ অনুযায়ী তালিকা কেন্দ্রে পাঠানো হবে। এর বাইরে কোনও বর্ধিত সভা হলে সেটা কিভাবে হয় এবং তার ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে আমার জানা নেই । সব মিলিয়ে উপজেলা পরি নির্বাচন নিয়ে ব্যস্ত প্রার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ