বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল কর্মিদের সাথে বগুড়ায় নির্বাচন পরবর্তী অবস্থা নিয়ে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কস্থ বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বগুড়া জেলা যুবদল’র সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হেসেন বুলবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রেজাউল করিম বাদশা, মোশাররফ হোসেন, যুবদল সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রাফিউল ইসলাম রুবেল, মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু, আবু হাসান, রিগ্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসনকে ধরে রাখা এবং তাঁর প্রতিনিধিকে বিপুল ভোটে বিজয়ী করায় কেন্দীয়্র বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর পাশাপশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা । তবে আসন্ন উপজেলা নির্বাচনে দলটি অংশ নিবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন তবে তাকে বহিষ্কার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।