বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনা মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে।সোমবার মধ্যরাতে অনুমান ৩ ঘটিকার সময় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতের গুলিতে আহত হয়েছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনা মিয়া ও তার ভাই আরিজ মিয়া।
গুলিবিদ্ধ আনা মিয়া ও আরিজ মিয়া বর্তমানে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালী ব্যুরো
বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরেফিন তারেক (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার ভোরে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত আরেফিন তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার বাপের বাড়ীর বাহার উদ্দিনের ছেলে।
জানা গেছে, রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান এস ট্রেডার্স বন্ধ করে মোটরসাইকেল যোগে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ী ফিরছিলেন তারেক। পথে রাত ১টার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয় তারেক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।