Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৬ এএম
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আজ (সোমবার) বাংলাদেশে আসছেন জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এমিরেটসের একটি ফ্লাইটে আজ ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন। যদিও অ্যাঞ্জেলিনা জোলির এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস।
 
আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
 
সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেই বাংলাদেশে আসবেন জোলি। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ প্রকাশ করছে না তারা। বাংলাদেশে পৌঁছানোর পরই বিষয়টি জানানো হবে।
 
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। তখন নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। এরপর ২০১৮ সালের অক্টোবরেও দ্বিতীয়বারের মতো বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর।
 
অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ