Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিশ্বাস নিরসনে ভারতকে আমন্ত্রণ পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান অংশের সিন্ধু অববাহিকা পর্যবেক্ষণ এবং সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) প্রশ্নে সৃষ্ট অবিশ্বাস নিরসনের জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি প্রতিনিধিদল চার দিনের সফরে ভারতীয় এলাকার চেনাব অববাহিকা পরিদর্শন করার পর পাকিস্তান এই আমন্ত্রণ জানল। পাকিস্তানি সিন্ধু কমিশনার সৈয়দ মোহাম্মদ মেহের আলী শাহ এবং ভারতীয় কমিশনার পি কে সেক্সেনা ও উপদেষ্টারা চেনাব অববাহিকার ভারতের নির্মাণাধীন পাকুল দুল (১০০০ মেগাওয়াট), রাটল (৮৫০ মেগাওয়াট) ও লোয়ার কালনাই (৪৮ মেগাওয়াট) বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পাকিস্তানি কর্মকর্তারা নির্মাণাধীন বাগলিহার পানিবিদ্যুৎ কেন্দ্রও (৯০০ মেগাওয়াট) পরিদর্শন করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, পাকিস্তান পক্ষ পরিদর্শনের জন্য ভারতীয় প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানিয়েছে। দুই পক্ষের জন্য অনুকূল সময়ে ভারতীয় কমিশনার ও তার উপদেষ্টারা পাকিস্তানি এলাকা পরিদর্শন করবেন। ভারত শুরুতে গত অক্টোবরে পাকিস্তানি দলকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু জম্মু ও কাশ্মিরের পঞ্চায়েত নির্বাচনের জন্য সময়টি পিছিয়ে দেয়া হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি অনুযায়ী এই সফর বাধ্যতামূলক। এর আগে ২০১৩ সালের জুলাই মাসে এবং তারপর ২০১৪ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রতিনিধিদল পরস্পরের দেশ সফর করেন। সিন্ধু পানিচুক্তি অনুযায়ী সিন্ধুর তিনটি শাখা নদী শতদ্রু, বিপাশা ও রাভি নদীর পানি ভারতের জন্য বরাদ্দ। আর চেনাব, ঝিলাম ও সিন্ধুর পানি পাকিস্তানের জন্য নির্ধারিত। এসএএম।



 

Show all comments
  • Md.hasibur rahman ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ এএম says : 0
    এশিয়াকে উন্নত এশিয়া করার লক্ষে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ