পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাত্র সাত দিনের ব্যবধানে আবারও ঝালকাঠিতে ধর্ষণ মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক মাদরাাসাছাত্রীর ধর্ষণকারী উল্লেখ করে নিহতের গলায় ঝুলানো একটি চিরকুটে লেখা রয়েছে ‘আমি রাকিব, ধর্ষণের পরিণাম এমনই হয়, ধর্ষকরা সাবধান। গতকাল দুপুর ১২টার দিকে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের একটি ইটভাটার পাশের নির্জন মাঠে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ওসি(তদন্ত) মঈদুদ্দিন জানান, দুপুরে ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় ঝোলানো চিরকুটে লেখা ছিল, ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার .... ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
গত ১২ জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়ায় নানাবাড়ি বেড়াতে যাওয়ার পথে এক মাদরাসাছাত্রীকে পানের বরজ নিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় মেয়েটির পরিবার দুজনকে আসামিকে গত ১৭ জানুয়ারি ভান্ডারিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলার ২নং আসামি সজল জোমাদ্দারের গুলিবিদ্ধ লাশ গত ২৬ জানুয়ারি জেলার কাঁঠালিয়ার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। গতকালও রাজাপুরে উদ্ধার হওয়া নিহত যুবকের লাশ একইভাবে পাওয়া যায়। নিহত যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে সে ভান্ডারিয়ার ওই মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার ১নং আসামি রাবিক হাসান কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।