আশুলিয়া জামগড়ায় গামেন্টর্স শ্রমিক মাহফুজা নাজমা আক্তার গণধর্ষণের মামলার আসামি ইব্রাহীম খলিল শিপনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি দল। বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কোনাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত শিপনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
শিপন ফেনী জেলার সোনাগাজী থানার আকিলপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। সে আশুলিয়ার জামগড়ায় বসবাস করতো ও পোশাক কারখানার ক্যান্টিনে কর্মরত ছিলো।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিপনকে কোনাবড়ির বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। শিপন আশুলিয়া নাজমা আক্তার গণধর্ষণ মামলার আসামি।
এর আগে ১৭ জানুয়ারি রাতে এই মামলার আসামি আরেক রিপনকে সাভারের বিরুলিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।