Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে মুক্ত করায় আন্দোলনের প্রথম পদক্ষেপ- শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৮:১০ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই গণতান্ত্রিক আন্দোলনের প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইলে প্রথমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এরপর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল দেশে গণতন্ত্র ফিরবে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকদলের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের মাঝে হতাশা যেমন আছে, তেমনি সম্ভাবনার পথও আছে। হতাশা থেকেই সম্ভাবনার পথ উন্মুক্ত হয়। কৃষকদল এই সুশৃঙ্খল সংগঠন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের এই ঐক্যকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

এসময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কৃষকদলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নাজিম উদ্দিন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, জামাল হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সহ-দফতর সম্পাদক এস কে সাদী, সদস্য অধ্যক্ষ সেলিম হোসেন, আলিম হোসেন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুজ্জামান দুদু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ