প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রে আবারও ব্যস্ত হয়ে উঠছেন চিত্রনায়িকা আঁচল। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। বর্তমানে রাগী নামে একটি সিনেমার শূটিং করছেন। এর মধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রাজ মাল্টিমিডিয়া প্রযোজনাধীন ‘প্রিয়জন প্রয়োজন’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আঁচল বলেন, মাঝে বেশ কিছুদিন বিরতী দিয়েছিলাম। ভাল গল্পের সিনেমা না পাওয়াতেই এই বিরতী। এখন বেশ কিছু ভাল গল্পের সিনেমার প্রস্তাব আসায় কাজ করছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘নতুন এই সিনেমায় দুটি জুঁটি থাকবে। একটি জুটির নাম আমরা ঘোষণা করছি। অন্য জুটির নাম এখনই ঘোষণা করব না। তবে এতটুকু বলতে পারি, এ ক্ষেত্রে চমক থাকবে।’ সিনেমার চিত্রনাট্য লিখবেন কলকাতার চিত্রনাট্যকার এনকে সলিল। কমেডি ঘরানার সিনেমা এটি। ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা এতে গান গাইবেন। প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এর আগে বেশকিছু নাটক, টেলিফিল্ম নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে সংস্থাটি চলচ্চিত্র প্রযোজনা শুরু করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।