Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৮

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ২:১৮ পিএম

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গত দশ দিনে বিভিন্ন অপরাধে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। জেলা পুলিশ সুপার কার্যালয় তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয় গত ২১ জানুয়ারি থেকে। ৩০ জানুয়ারি বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে জেলার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩৫ জন, নিয়মিত মামলায় ১৭৬ জনসহ অন্য অপরাধে আরো ৬৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪৩৯ কেজি নয়শ গ্রাম গাঁজা এবং ১৮ হাজার ৪২ পিস ইয়াবাসহ ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম জানান, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে জেলার সকল থানায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ