Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ইকোনমিক জোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৩:২৮ পিএম

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে (ইকোনমিক জোনে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালা মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সাড়ে ৭টায় ইকোনোমিক জোনের এস এস এন্টারপ্রাইজের অধীনে শ্রমিক হিসাবে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎবাহী একটি তারের সংস্পর্শে আসলে এই ঘটনা ঘটে। কালা মিয়া বরগুনা সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের সাদি পাড়া গ্রামের ইউসুফ মিয়ার সন্তান।
নিহত কালামিয়ার চাচাত ভাই মিজান বলেন, আমার ভাই কালা মিয়া ও আমি এক সাথেই ইকোনোমিক জোনে শ্রমিক হিসাবে কাজ করতাম। সোমবার সন্ধ্যায় সে জেনারেটর চালু থাকা অবস্থায় একটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। সাথে সাথে আমরা জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে মীরসরাই সদরে একটি ক্লিনিকে নিয়ে আসলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক কালা মিয়াকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে কালামিয়ার মরদেহ দাফনের জন্য আমরা মীরসরাই থেকে তার বাড়ী নিয়ে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ