রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার সুযোগে বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর এবং সিএনজি ও ব্যাটারি চালিত থ্রিহুইলার। সম্প্রতি এ মহাসড়কের কদিমচিলান এলাকায় থ্রিহুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ হলেও বর্তমানে অহরহই চলছে এসব অবৈধ যানবাহন।
জানা যায়, মাটি টানার কাজে ব্যবহৃত ট্রাক্টর, থ্রিহুইলার, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, রিকশাভ্যান, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহনের মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু বর্তমানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক্টরগুলো পুকুর কাটামাটি নিয়ে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার, ধানাইদহ ও কমিদচিলানসহ বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করছে। এসব ট্রাক্টও থেকে নরম ও কাদামাটি পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে। এছাড়া আহম্মেদপুর থেকে বনপাড়া ও রাজাপুর বাজার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা, রিকশা ভ্যান ও অযান্ত্রিক তিন চাকার যানবাহন চলাচল করছে। মহাসড়কে পড়ে থাকা নরম কাদা মাটি এবং লাইসেন্স ও রুটপারমিটবিহীন এসব যানবাহনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানীর ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যে হাইওয়ে পুলিশ ব্যাটারিচালিত রিকশা, রিকশা ভ্যান ও অযান্ত্রিক যানবাহন বন্ধে অভিযান চালালেও অজ্ঞাত কারণে মাটি বহনকারী ট্রাক্টর বন্ধে কোন ব্যবস্থা নেয় না। এছাড়া অল্প-মাঝারি দ‚রত্বে যাতায়াত ও পণ্য পরিবহনে চাহিদা থাকায় থ্রি-হুইলারগুলোও পুরোপুরি বন্ধ করছে না। ফলে মহাসড়কে নিরাপত্তার ভয়াবহ ঝুঁকি থেকেই গেছে।
সমাজসেবক অবসরপাপ্ত প্রকৌশলী আমিন উদ্দিন জানান, মহাসড়ক নিরাপদ করতে দ্রæতগতি ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক সড়ক বা লেন থাকতে হবে; নাটোর-পাবনা মহাসড়কে ধীরগতির যানবাহনের জন্য বিকল্প কোনো লেন নেই। তাই মহাসড়কে এসব যানবাহন চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
ধানাইদহ এলাকায় মহাসড়কে চলাচল নিষিদ্ধ ট্রাক্টর চালানোর বিষয়ে মাটির কন্ট্রাক্টর ডাবলু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, হাইওয়ে থানায় আমাদের কন্ট্রাক্ট করা আছে। তাদের অনুমতি নিয়েই আমরা মহাসড়কে ট্রাক্টর দিয়ে মাটি বহন করছি।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আলিম হোসেন শিকদার জানান, আমাদের অনুমতি নিয়ে বা যোগাযোগ করে মহাসড়কে ট্রাক্টর বা অবৈধ যানবাহন চলাচলের অভিযোগ সঠিক নয়। এসব অবৈধযান বন্ধে প্রায়ই অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।