Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জ বন্দরে গৃহকর্মী ধর্ষণ মামলায় রাজমিস্ত্রি গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১০:৩৮ এএম

বন্দরে কিশোরী (১১) গৃহপরিচারিকা ধর্ষণ মামলায় আবদুর রহিম নামে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দরের কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহিম চাঁপাইনবাবগঞ্জের জান্নাতবাগ গ্রামের অধিবাসী। এ ব্যাপার ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আবদুর রহিম। ঘটনার পর ধর্ষিতা বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় ধর্ষিতার মা থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার রাতে আবদুর রহিম ওরফে বিশুকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ উপ-পরিদর্শক হামিদুল হক জানান, ধর্ষণের অভিযোগে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ