Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির আরেক রেকর্ড

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ভাঙা-গড়াই হল তাঁর খেলা। ক্লাবের হয়ে কোন রেকর্ডটা তার অধীনে নেই সেটা খুঁজে বের করে যেন নিজের করে নেওয়া চায়-ই চায়। নিজেদের শেষ ম্যাচে কাতালান ডার্বিতে যেমন ফ্রি-কিকে বার্সার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। ২৩ গোল নিয়ে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন রোনাল্ড কোমানে। এস্পানিওলের বিপক্ষে এদিন দলকে এগিয়ে নেওয়া গোলটি দুর্দান্ত এক ফ্রি-কিকের মাধ্যমে করেন আর্জেন্টাইন জাদুকর। মৌসুমে এটি ছিল তার সপ্তম ফ্রি-কিক গোল।

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স
স্পোর্টস রিপোর্টার : দেশের ৬৪ জেলার প্রায় ছয় শতাধিক অ্যাথলেটদের নিয়ে এবার অনুৃষ্ঠিত হবে ৩২তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগামী ২৭ মে শুরু হয়ে এ আসর শেষ হবে পরের দিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দিন ব্যাপী অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায়ম চারটি ইভেন্টে খেলা হবে। ইভেন্টগুলো হলো- বালক, বালিকা, কিশোর ও কিশোরী। জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের এবারের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে চেঙ্গিস নিট ফ্যাশন লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসির আরেক রেকর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ