Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তাদেরকে অশ্রুসিক্ত বিদায়

ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা ,প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা

চৌদ্দগ্রাম উপজেলা ও নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লা বোঝাই ট্রাকের চাপায় পড়ে নিহত ৬ স্কুল ছাত্রসহ ১৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ৮টায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেয়া হয়। এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ী কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরদেহগুলো হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুভাশিষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, শিমুবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হামিদুল হক মুঠোফোনে জানান, একই স্থান থেকে মীরগঞ্জ ইউনিয়নের লাশগুলোও হস্তান্তর করা হয়। সকালে কাভার্ডভ্যানে করে লাশগুলো নিয়ে আসা হয়। এখানকার আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের পরিবার বাকি কাজগুলো সম্পন্ন করবে।
এলাকার মানুষ যেন শোকে পাথর হয়ে আছেন। নিহতদের বাড়িতে চলছে আহাজারি। স্বজনরা জানান, ইট ভাটার মালিক বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ দিনের মজুরি দেয়ার কথা ছিল। মজুরি পেয়েই সবাই রাতের বাস ধরে বাড়ি ফিরত। কিন্তু মালিকপক্ষ ওইদিন মজুরি দিতে ব্যর্থ হয়। ফলে মালিকের কথামতো শুক্রবার বিকেলে টাকা নিয়ে তারা বাড়ি ফিরবে বলে জানায়। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
নিহত কনক চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, মা কনিকা বালা ২ মাস আগে মারা গেছেন। অসুস্থ বৃদ্ধ বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন। কনকের স্ত্রী ববিতা রানী বাড়ির উঠানে গড়াগড়ি দিচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন। কনকের এক মেয়ে, এক ছেলে। বৃহস্পতিবার রাতে মোবাইলে বাবার সঙ্গে দুই ভাই-বোন কথাও বলেছে। বাবার কাছে মেয়ে চেয়েছে স্কুলের খাতা আর ছেলে বলেছে কমলা আনতে। বাবা এলো সত্যিই, তবে কমলা হাতে নয়, কফিনে করে।
রনজিৎ কুমারের স্ত্রী শোভা রানী গগণ বিদারক আহাজারি করে বলছিলেন, স্বামী ৫ মাস ধরে বাড়ি আসেনি। রাতে মোবাইলে জানায় শুক্রবার মজুরির টাকা পেয়ে গাড়িতে চড়বে।
দশম শ্রেণির ছাত্র মনোরঞ্জন রায়। আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নেয়ার আগে টাকা জোগাড়ে ২২ দিন আগে ছুটে গিয়েছিল চৌদ্দগ্রামে। বৃহস্পতিবার রাতে মা ভারতী রানীর সঙ্গে কথা বলেছে। মা অসুস্থ, তাই শুক্রবার মজুরি পেয়ে গাড়িতে উঠবে আর শনিবার মাকে ডাক্তার দেখাবে বলেছিল। পাড়া-প্রতিবেশীদের যেন এসব আহাজারিতে শান্তনা দেয়ার কোনো ভাষা নেই। তবে গ্রাম থেকে আর কাউকে বিদেশে (জেলার বাইরে) খাটতে যেতে দেয়া হবে না। নিজ এলাকায় কাজ করে যা কামাই হবে তা দিয়েই কষ্টে সংসার চলবে বলে অনেককে মন্তব্য করতে শোনা যায়
প্রত্যেক পরিবারকে সরকারী ভাবে ১ লাখ টাকা করার প্রদান করার ঘোষণা
ইটভাটায় কয়লাভর্তি ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় মামলাটি করেন নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায়। তিনিও একই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়াও নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সরকারী ভাবে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কয়লাভর্তি ট্রাক চালক ও হেলপারের অবহেলাজনিত কারণে ট্রাকটি উল্টে ঘুমন্ত শ্রমিকদের মেসের উপর পড়ে। এতে ঘটনাস্থলে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে যান মামলার বাদি সঞ্জিত চন্দ্র রায়। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে। মামলায় ট্রাক চালক ও হেলপারকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে এক লাখ টাকা। এছাড়া আহত শ্রমিকদের দেওয়া হবে চিকিৎসা ব্যয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে গতকাল শনিবার সকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চৌদ্দগ্রামে শুক্রবার একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে শ্রমিকদের থাকার ঘরের উপর পড়লে ১৩ জন নিহত হন। আহত দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ