Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২০ দিনে হাফেজ হল এতিম শিশু আব্দুর রহীম

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ৯:৪০ পিএম

১২০ দিনে পুরো কুরআন শরীফ মুখস্ত করে(হাফেজ হয়ে) মেধার স্বক্ষর রেখেছে ৯ বছরের এতিম শিশু আব্দুর রহীম।

হাফেজ আব্দুর রহীম (৯) পিতা মৃত নুরুল আজিম। গ্রাম মধ্যম হ্নীলা টেকনাফ। তার পিতা নুরুল আজিম মারা যাওয়ার পর তার মা ফাতেমা বেগমের অন্যঘরে বিয়ে হয়ে যায়।

এতিম আব্দুর রহীম বেড়ে উঠে দাদা ইউছুপ ও দাদী সারা খাতুনের তত্ত্বাবধানে। গত আড়াই বছর আগে কক্সবাজার খানাকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজ খানায় ভর্তি হয়।

গত ৪ বছর আগে মালয়শিয়া যাওয়ার সময় বোট ডুবে মারা যায় তার বাবা নুরুল আজিম।

২ ভাই ২ বোনের মধ্যে ৩য় মেধাবী আব্দুর রহীম ১২০ দিনে (৪ মাসে) কুরআনে হাফেজ হয়ে তাক লাগিয়ে দেয়।

তার শিক্ষক হাফেজ নাজমুল কামাল জানান, এতিম শিশু আব্দুর রহীম খুবই মেধাবী। এক বৈঠকেই সে পুরো কুরআন শরীফ শুনিয়েছে।
তিনি আরো বলেন, মেধাবী এই এতিম শিশুটির ভবিষ্যৎ পড়া লেখা চালিয়ে যাওয়ার বিষয়টি অনিশ্চিত। এতিম খানার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা অব্যাহত রেখেছে কর্তপক্ষ।

এতিম শিশু হাফেজ আব্দুর রহীম ভবিষ্যতে খতীব বা ইসলামের একজন দায়ী হতে চায়। তার ভবিষ্যৎ পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য আব্দুর রহীম বিত্তবান ও শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করছে।

এপ্রসঙ্গে এতিম খানার তত্ত্ববধায়ক সাবেক ব্যংকার সালাহ উদ্দিন আহমদ জানান, কক্সবাজার খানাকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজ খানাটি
গারাঙ্গিয়ার হুজুর মাওলানা মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
এতিম শিশু আব্দুর রহীমের পড়ালেখার বিষয়টি কর্তৃপষলক্ষের নজরে আছে। তবে কোন শিক্ষানুরাগী বিত্ত্ববান ব্যক্তি তার পড়ালেখার সহযোগিতায় এগিয়ে এলে আমরা স্বাগত জানাব।



 

Show all comments
  • মোঃ আব্দুল কাদির ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহতালার কোরআন শরীফ হেফাজত রাখার অন্যতম মাধ্যম।
    Total Reply(0) Reply
  • আবদুল্লাহ ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:২৭ এএম says : 0
    হাফেজ আব্দুল্লার ছবি এই নিউজে দেখতে চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজ

২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ