Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আলজেরিয়া যাচ্ছে

হাফেজ বেলালী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০০ এএম

 আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে শিগগিরই আলজেরিয়ায় যাচ্ছেন হাফেজ আবু সাঈদ বেলালী। সে যাত্রাবাড়ীস্থ প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত হিফজুল কুরআন মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগিকে পিছনে ফেলে হাফেজ আবু সাঈদ বেলালী আলজেরিয়ার জন্য নির্বাচিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের পরিচালক আলহাজ আনিসুর রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার গ্রামের বাড়ী যশোর জেলার বেনাপোলের কাগজপুর গ্রামে। তার পিতার নাম মো. সোহরাব হোসেন।
উল্লেখ্য, ২০২০সালে উক্ত মাদরাসার আরো ৬জন ছাত্র বিভিন্ন দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত হাফেজরা হচ্ছেন, শিফা হোসাইন (জর্ডান), হামিদুল ইসলাম রারুফ (তুরস্ক), হোসাইন আহমদ (জর্ডান), আয়েশা আক্তার (ইরান), তাওহিদুল ইসলাম (কুয়েত) ও তরিকুল ইসলাম (কাতার)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজ বেলালী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ