Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়াগ্রার রূপ বাড়িয়ে দিয়েছে শীত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

প্রচন্ড শীতে জবুথবু সমগ্র ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ এশিয়ার বহুদেশ। অনেক স্থানেই তাপমাত্রা হিমাংকের নিচে নেমে গেছে। তুষারপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। পানি জমে হয়ে যাচ্ছে বরফ। তবে এই শীতই শোভা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দিয়ে বয়ে চলা বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান নায়াগ্রা জলপ্রপাতের। সেখানে পানি জমে রূপ নিয়েছে বরফখন্ডে। মায়াবী শুভ্র আর কৃষ্ণবর্ণের সম্মিলন ঘটেছে। কানাডা থেকে আর্কটিকের শীতল বাতাস এসে উত্তর অ্যামেরিকা অংশে জলপ্রপাতকে স্তব্ধ করে দিয়েছে। ইতোমধ্যে গ্রেট লেক অঞ্চলে তাপমাত্রা নেমে হয়েছে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে মাঝে মাঝেই বইছে ঝড়ো হাওয়া। কিন্তু এতে করেও বিখ্যাত এই জলপ্রপাত দেখেতে পর্যটকদের আগমন থেমে নেই। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়াগ্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ