Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজের নতুন ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

চলচ্চিত্র ও নাটক নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নতুন বছরে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন। পারিবারিক গল্প নিয়ে তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’। রাজ জানান, এবারের ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। তাকে ঘিরেই মূলত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন শর্মিলী আহমেদ, রোজী সেলিম, মুনিরা ইউসুফ মেমী, মুনিরা মিঠু, রুনা খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার , মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসা’সহ আরো অনেকে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘রাজের নির্দেশনায় আমি এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করছি। অনেকদিন পর একটি ভালো গল্পের ধারাবাহিক নাটকে অভিনয় করছি। রাজ খুব যতœ নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করছে। আমি আমার অবস্থান থেকে আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সহশিল্পী যারা আমার সঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করছেন তারা প্রত্যেকেই পরীক্ষিত অভিনয় শিল্পী। শর্মিলী আহমেদ বলেন, ‘রাজ খুব সুন্দর একটি গল্পের ধারাবাহিক নির্মাণ করছে।’ রুনা খান বলেন, ‘আমাদের দেশে পরিবারকে কেন্দ্র করে গল্পের নাটকগুলো সবসময়ই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। দর্শক নাটকের মাঝে নিজেদের জীবনের গল্প খুঁজে পেতে চায়। ফ্যামিলি ক্রাইসি ধারাবাহিকে দর্শক নিজেদের জীবনেরই গল্প খুঁজে পাবেন।’ ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি রচনা করেছেন মারুফ রেহমান। রাজ জানান, আগামী এপ্রিলে এনটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

 



 

Show all comments
  • আব্দুর রহমান খান ১১ মে, ২০১৯, ২:৩৩ পিএম says : 0
    ভাই নাটকটি সপ্তাহে কতদিন হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ